জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে: ওবায়দুল কাদের

বিভিন্ন ইস্যু তৈরি করে জঙ্গি হামলা করে দেশের সাধারণ মানুষ হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগে জায়ামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে একমত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেত্বাতাধীন ১৪ দলীয় জোট।
সরকার এই সিদ্ধান্ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (জুলাই ২৯) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিং করার সময় ১৪ দলের এই সিদ্ধান্ত জানান ওবায়দুল কাদের।
এর আগে বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় জোটের কেন্দ্রীয় নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, '১৪ দলের সভায় আমরা সর্বসম্মতিক্রমে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছি। এখন এটি বাস্তবায়নের দায়িত্ব সরকারের।'
সভায় ১৪ দলের কেন্দ্রীয় নেতা ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।