মেট্রোরেলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতা হান্নানসহ গ্রেপ্তার ৪
কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার দুপুরে রাজধানীর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তাররা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের (মিশুক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুল রহমান (বিজয়) ও ছাত্রদলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি মো. ফেরদৌস (রুবেল)।
সংবাদ সম্মেলনে হারুন অর রশীদ দাবি করেন, 'পরিকল্পিতভাবে মিরপুরে মেট্রোরেলে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ হামলায় এক থেকে দেড় হাজার মানুষ অংশ নেয়। হামলার সমন্বয় করেন আবু হান্নান তালুকদার। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ এ স্থাপনায় হামলার নেতৃত্ব দেন ইমাম আল নাসের (মিশুক)।'
তিনি আরও বলেন, 'মেট্রোরেল স্টেশনে আগুন ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় অনেকের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর এ চারজনকে গ্রেপ্তার করা হলো। বাকিদের ধরতে অভিযান চলছে।'
