পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
কোটাবিরোধী আন্দোলনকারীরা আজ বিকাল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার (১০ জুলাই) ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টার দিকে মহাখালী ও কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করে। তাই এসব রুটে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।'
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, 'অবরোধের কারণে সব ট্রেনই বিলম্বিত হয়েছে। তবে কোনোটিই বাতিল বা রিশিডিউল করা হয়নি। বিলম্ব সময় শেষ হলেই গন্তব্যস্থলের উদ্দেশে রওনা হবে ট্রেনগুলো।'
এ সময় আন্দোলনরত ছাত্র সাহাব আহমেদ বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত 'বাংলা ব্লকেড' কর্মসূচি চলবে। দেশের বৃহত্তর স্বার্থে এই সাময়িক অসুবিধাকে মেনে নিতে হবে সাধারণ জনগণকে।
তিনি আরও বলেন, 'আমরা আপাতত রেলক্রসিং থেকে অবরোধ তুলে নিয়েছি।'
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে সারা দেশে 'বাংলা ব্লকেড'র অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা লগ বসিয়ে লেভেলক্রসিং অবরোধ করেন।
