পরীক্ষাকেন্দ্রে মোমবাতি-দেশলাই আনার বিজ্ঞপ্তি, সমালোচনার মুখে নির্দেশনা প্রত্যাহার

গত শনিবার (২৯ জুন) টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে মোমবাতি ও দেয়াশলাই সঙ্গে আনার নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। সমালোচনার মুখে জারি করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করেছে কলেজ কর্তৃপক্ষ।
মূলত দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কায় এইচএসসি পরীক্ষার্থীদের মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার নির্দেশ দিয়েছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম।
তবে শুধু এই কলেজটিই নয়, টাঙ্গাইলের মাওলানা ভাসানী আদর্শ কলেজ, ফেনীর জয়নাল হাজারী ডিগ্রি (অনার্স) কলেজ থেকেও একই ধরনের নির্দেশনা দেয়া হয়েছিল।

অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, '২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকায় সবাইকে পরীক্ষাকেন্দ্রে মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার নির্দেশ দেওয়া হলো।'
কিন্তু বিষয়টি নিয়ে নেটিজেন ও অভিভাবক-পরীক্ষার্থীদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হলে নির্দেশনা প্রত্যাহার করা হয়। গতকাল শনিবার রাতেই অধ্যক্ষ মোমবাতি ও দেশলাই আনার নির্দেশ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন।

অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র মাওলানা ভাসানী আদর্শ কলেজে। ওই কেন্দ্রের সেক্রেটারি আমাদের মোমবাতি ও দেশলাই বাক্স নিয়ে আসার জন্য পরীক্ষার্থীদের নোটিশ দেওয়ার পরামর্শ দেন। তারাও একই ধরনের নোটিশ জারি করেছে। কিন্তু পরে বুঝেছি এটা ঠিক হয়নি। তাই আমরা নোটিশটি বাতিল করেছি এবং আমাদের কলেজে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নিজেরাই মোমবাতি সরবরাহ করেছি'।