দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু মেট্রোরেল

যান্ত্রিক ত্রুটির কারণে আজ শনিবার প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়েছে। সন্ধ্যা ৭টায় হঠাৎ করেই মেট্রোরেল পরিষেবা বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে হাজার হাজার যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রউফ জানান, সন্ধ্যা ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। সাড়ে ৮টার দিকে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়।
তিনি বলেন, 'ট্রান্সফরমার থেকে আমাদের কন্ট্রোলরুমে পাওয়ার কানেকশন ঠিকমতো কাজ করছে না। যেহেতু কন্ট্রোল রুমের ব্যাপার, তাই নিরাপত্তার কারণে আমরা স্টেশন থেকে ট্রেন ছাড়া আপাতত বন্ধ রেখেছি। আমাদের টেকনিশিয়ানরা কাজ করছে। দ্রুত এটা ঠিক করে চালু করা হবে।'
এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, সন্ধ্যার পর পর বৈদ্যুতিক লাইন চলে যাওয়ায় ১৫ মিনিটের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। তার পর থেকে ট্রেন স্বাভাবিক চলাচল করছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
পূর্ব ঘোষণা ছাড়াই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তি প্রকাশ করেন।
নিঝুম মার্টিন নামের এক যাত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সন্ধ্যা ৭টার কিছু আগে শেওড়াপাড়া যেতে শাহবাগ স্টেশনে এসেছি। টিকিট কেটে স্টেশনে ওঠার কিছুক্ষণ পরই মাইকে ঘোষণা আসে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন ছাড়তে দেরি হবে। ৮টার দিকে একবার ঘোষণা এল সমস্যার সমাধান হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। কিন্তু এখনো না ছাড়ায় চলে যাচ্ছি।'