রমজানের প্রাক্কালে যানজটে স্থবির ঢাকা
রমজানের প্রাক্কালে আজ সন্ধ্যায় ঢাকার বিভিন্ন সড়কে ভয়াবহ যানজট দেখা গেছে।
ঘরমুখী যাত্রীদের দাবি, গন্তব্যে পৌঁছনোর জন্য আজ তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
গুগল ম্যাপে দেখা যায়, রাজধানীজুড়ে যানবাহনের দীর্ঘ সারির কারণে ঢাকার রাস্তাগুলো গাঢ় লাল হয়ে আছে।
আইনজীবী কাজী তামান্না ফেরদৌস তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, 'ঢাকার রাস্তা সম্প্রতি এত কিউট হয়ে গেছে! প্রধান বিচারপতির বাড়ি (কাকরাইল) থেকে অফিসার্স ক্লাব-১ ঘণ্টা, অফিসার্স ক্লাব থেকে মগবাজার ফ্লাইওভার ১ ঘণ্টা ১৫ মিনিট! ওকে, আজ বাড়ি পৌঁছাতে কয় ঘণ্টা সময় লাগে তা গুনব! টাটা বাই বাই।'
আরেক যাত্রী হাসান আহমেদ ট্র্যাফিক অ্যালার্ট গ্রুপে লিখেছেন, 'যত দিন ঢাকার ট্র্যাফিক ব্যবস্থা ট্র্যাফিক সার্জেন্টদের হাত দেখানো ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালনা করা হবে, ততদিন রাস্তায় আমাদের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। ম্যানুয়াল ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে কুর্নিশ।'
শেখ মো. মনিরুজ্জামান আবির নামের এক যাত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'মহাখালী-বনানী সড়ক যানবাহনে ঠাসা।'
তিনি জানান, তিনি গুলশান লিংক রোডে কমপক্ষে এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন।
এ বিষয়ে শাহবাগ ট্র্যাফিক জোনের সহকারী কমিশনার মুত্তাজুল ইসলাম টিবিএসকে বলেন, 'রমজানের প্রথম রাতে রাস্তায় যানবাহনের সংখ্যা বেশি।'
তিনি বলেন, 'রমজানের আগে বিভিন্ন নিত্যপণ্য কিনতে বেশি মানুষ ঘর থেকে বের হচ্ছে। কেউ কেউ আবার নগরীর বিভিন্ন মসজিদে প্রথম তারাবির নামাজ পড়তে বের হয়েছেন বলেই সোমবার রাতে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।'
এই ট্র্যাফিক কর্মকর্তা আরও জানান, ঢাকার মহাখালী-বনানী, কাকরাইল-মগবাজার, শাহবাগ-ফার্মগেট এবং নিউমার্কেট-মিরপুর সড়কে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি যানজট রয়েছে।
তিনি আরও বলেন, 'এসব এলাকায় যানবাহনও চলাচল চলছে ধীরগতিতে।'
মহাখালী ট্র্যাফিক জোনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম রনি টিবিএসকে বলেন, 'আজ মহাখালী বাস টার্মিনালে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বাস দেখেছি। ধারণা করছি কেউ কেউ রমজানের আগে রাজধানী ছেড়ে যাচ্ছেন। এছাড়া, রমজানের প্রথম দিন হওয়ায় বেশিরভাগ মানুষ এই সময়ে অফিস থেকে বের হয়ে বাসায় ফিরছেন।'
