Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

বাংলাদেশের প্রথম নারী দমকলকর্মীদের গল্প

নারী দমকলকর্মীদের বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ২১ এর মধ্যে। তারা সবে মাত্র অগ্নিকাণ্ডে জরুরিভাবে সাড়া দেওয়ার প্রাথমিক পদক্ষেপগুলো সম্পন্ন করেছেন। তাদের হাত ধরে বাংলাদেশে নিয়ে একটি নতুন যুগের সূচনা হচ্ছে।
বাংলাদেশের প্রথম নারী দমকলকর্মীদের গল্প

বাংলাদেশ

জিয়া চৌধুরী
08 March, 2024, 04:30 pm
Last modified: 08 March, 2024, 09:40 pm

Related News

  • লস এঞ্জেলেসে ৯,৪০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে নতুন করে দাবানল
  • ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে কেন গোলাপি পাউডার ছিটানো হচ্ছে?
  • ৭ম-৮ম তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, পুড়ে ছাই হয়ে গেছে নথি— জানালেন দমকলকর্মীরা
  • সোনারগাঁওয়ে টিস্যু কারখানার আগুন নিভেছে
  • শিক্ষার্থীদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে দমকল কর্মীরা

বাংলাদেশের প্রথম নারী দমকলকর্মীদের গল্প

নারী দমকলকর্মীদের বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ২১ এর মধ্যে। তারা সবে মাত্র অগ্নিকাণ্ডে জরুরিভাবে সাড়া দেওয়ার প্রাথমিক পদক্ষেপগুলো সম্পন্ন করেছেন। তাদের হাত ধরে বাংলাদেশে নিয়ে একটি নতুন যুগের সূচনা হচ্ছে।
জিয়া চৌধুরী
08 March, 2024, 04:30 pm
Last modified: 08 March, 2024, 09:40 pm

বাংলাদেশের ইতিহাসে কয়েকজন নারী দমকলকর্মীদের মধ্যে একজন প্রিয়াঙ্কা হালদারকে পুরুষ শাসিত সমাজে এই পেশা বেছে নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি দৃঢ়তার সাথে জানিয়েছিলেন, "আমরা সক্ষম, আমাদেরও ক্ষমতা আছে, আমরাও এটি করতে পারি।"

তিনি দমকলকর্মীর পেশা বেছে নেওয়ার জন্য গর্ববোধ করছিলেন।

এক বসন্তের দিনে সন্ধ্যা নামার সাথে সাথে রাজধানীর মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে কয়েকশ দমকলকর্মী তাদের বিকেলের মহড়ায় নিয়োজিত ছিল। তাদের মধ্যে ১৫ জন নারী দমকলকর্মী (দুজন মহিলা প্রশিক্ষক তাদের প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত) প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন।

বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ২১ এর মাঝে। তারা কমান্ডারকে পাশ কাটিয়ে একটি অ্যাঙ্গাস মোটর পাইপলাইন দিয়ে প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে দুইজন পাইপটি খুলে ফেললেন আর পাঁচজন সেটি তাদের কোমরে তুলে দৌড়াতে শুরু করলেন।

কমান্ডার চেঁচিয়ে উঠলেন, "তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি যাও।"

বিরতির সময় বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি মহিলা প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেছেন। তারা সবেমাত্র অগ্নিকাণ্ডে জরুরিভাবে সাড়া দেওয়ার প্রাথমিক পদক্ষেপগুলো সম্পন্ন করেছেন। তাদের চুল ছোট এবং প্রচুর ঘামছিলেন। আদেশের পর তারা ডরমিটরি থেকে ক্যাপ আনতে ছুটে গেলেন এবং দ্রুত ফিরে এলেন।

বুধবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে বিকেলের মহড়ার সময় ছয় নারী দমকলকর্মী। ছবি: জিয়া চৌধুরী

মেহেরপুর জেলার প্রিয়াঙ্কা হালদার তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। তিনি বর্তমানে বেগম বদরুন্নেসা সরকারি বালিকা কলেজে ইতিহাসের তৃতীয় বর্ষে পড়ছেন। মোহন হালদার ও শিলা হালদারের মেয়ে প্রিয়াঙ্কা স্কুল থেকেই বিতর্ক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তিনি বলেন, "আমি আমার জেলায় অন্তত ১১৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে পেরেছি।"

এরজন্য এক কনের বাড়িতে তাকে আটকে রাখাও হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, "আমি ফায়ার সার্ভিসে যোগ দিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।"

তার অভিজ্ঞতা বর্ণনা করে প্রিয়াঙ্কা বলেন, "২০১৭ সাল অথবা ২০১৮ সালে যখন আমি নবম শ্রেণীতে পড়ি তখন আমি একজন সহপাঠীর কাছ থেকে ফোনে জানতে পেরেছিলাম একটি শিশুকে তার অনুমতি ছাড়াই জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। মেহেরপুর শহরে আমার বাড়ি থেকে কনের বাড়ি প্রায় ৩৫ কিলোমিটার দূরে ছিল।"

তিনি আরো বলেন, "আমি সাইকেল চালিয়ে সেখানে যাই এবং পৌঁছানোর পরে মেয়েটির পরিবার আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। তা সত্ত্বেও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আমরা বিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছি এবং মেয়েটি তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে।"

প্রিয়াঙ্কা আরো বলেন, "এ কারণেই আমি ফায়ার সার্ভিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমরা মানুষের জীবন বাঁচাতে পারি। যখন কারো প্রিয়জন আগুনে আটকে থাকে তখন আমরা তাদের উদ্ধার করার জন্য এগিয়ে যাই। তাই আমি দমকলকর্মী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ২০২৩ সালের মাঝামাঝি আমি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের জন্য একটি বিজ্ঞাপন দেখেছিলাম। আমি আবেদন করেছি এবং সফলভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমি গর্বিত বোধ করি যে অনেক প্রত্যাখ্যানের পরেও আমি সফল হতে পেরেছি।"

নিজ জেলায় অন্তত ১১৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে পেরেছেন দমকলকর্মী প্রিয়াঙ্কা। ছবি: জিয়া চৌধুরী

মাজেদা খাতুন (১৯) দিনাজপুরের চিরিরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করেন। তিনি বলেন, "একদিন বিকেলে ফেসবুকে চালানোর সময় আমি একটি চাকরির সার্কুলার দেখতে পেলাম। আমার পাঁচ বোনের মধ্যে একমাত্র আমি দমকলকর্মী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং কেউ আপত্তি করেনি। আমি চাকরির সাথে জড়িত ঝুঁকিগুলো বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি ইতোমধ্যেই মনস্থির করে ফেলেছিলাম। জীবন রক্ষা করার সময় যদি আমাদের সাথে কোন ভুল হয়ে তাহলে আমার কোন অনুশোচনা থাকবে না।"

মাজেদা খুশি হয়ে বলেন, "ছয় মাসের প্রশিক্ষণের শুরুতে আমি মার্চ-পাস্টের ছন্দের সাথে তাল মিলিয়ে চলার জন্য লড়াই করেছি। আমি প্রথমে আমার পা দিয়ে তাল মেলাতে পারতাম না। পা হয় খুব উঁচুতে উঠত বা বাম দিকে দূরে রাখতাম। কিন্তু শেষ পর্যন্ত আমি এটা সামলে নিয়েছি। আমি এখন ঠিক করে তাল মেলাতে পাড়ি এবং এখন আমি অনেক ভালো পারফর্ম করছি।"

পাঁচ বোনের মধ্যে একমাত্র মাজেদাই দমকলকর্মী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছবি: জিয়া চৌধুরী

আরেক প্রশিক্ষণার্থী চট্টগ্রামের হাটহাজারী থেকে আসা নাজমুন নাহার দমকলকর্মী হিসেবে তার নিয়োগের খবর পাওয়ার মুহূর্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, "আমি আমার বাবার সাথে ছাদে ছিলাম যখন আমার ভাই ফলাফলের কথা জানায়। তালিকা দেখে আমি প্রথমে আমার বাবাকে জড়িয়ে ধরেছিলাম। তারপর তার পা ছুঁয়েছিলাম এবং পরে আমার মায়ের সাথেও তাই করেছি।"

তিনি আরো বলেন, "আমি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার ভাই আমার জন্য আবেদন করেছিলেন। তাই আমি তার কাছে কৃতজ্ঞ।"

কথোপকথনের সময় মাজেদা বলেন, "আমাদের সিনিয়র দমকলকর্মীরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে নারী ভুক্তভোগীরা পুরুষ দমকলকর্মীদের কাছ থেকে সাহায্য নিতে অস্বস্তি বোধ করতেন।"

নাজমুন নাহার সাহসের সাথে বলেছিলেন, "আমি আশা করি আমরা ১৫ জন নারী দমকলকর্মী এই মহিলা ভুক্তভোগীদের সহায়তা করতে পারবো এবং আমরা তাদের জীবন বাঁচাতে সজাগ থাকব।" 

নাজমুন নাহারের ভাই তার জন্য আবেদন করায় তিনি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ছবি: জিয়া চৌধুরী

ততক্ষণে সূর্য পশ্চিমে অস্ত গেছে। মহিলা প্রশিক্ষণার্থীরা তাদের ফায়ার ড্রিল সরঞ্জাম গুছিয়ে নিয়ে তাদের ডরমিটরিতে ফিরে যাচ্ছিলেন একটি নতুন স্বপ্ন নিয়ে- ১৫ জন মহিলা দমকলকর্মীদের নিয়ে একটি নতুন যুগের সূচনা হচ্ছে৷
 

Related Topics

টপ নিউজ

দমকল কর্মী / ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের বিরুদ্ধে পাকিস্তান কেন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না
  • উত্তেজনা বাড়াতে চায় না ভারত, গোপন বার্তা, পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ
  • ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করলেন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা
  • ২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৩,৩০০ কোটি টাকার মুনাফা, ব্যাংকিং ইতিহাসের সর্বোচ্চ
  • পাকিস্তানে হামলার একদিন পর এখন বিজেপি বলছে, ‘কেউ যুদ্ধ চায় না’
  • ভারতের রাফাল ভূপাতিত করেছে চীনের তৈরি জে-১০সি, দাবি পাকিস্তানের

Related News

  • লস এঞ্জেলেসে ৯,৪০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে নতুন করে দাবানল
  • ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে কেন গোলাপি পাউডার ছিটানো হচ্ছে?
  • ৭ম-৮ম তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, পুড়ে ছাই হয়ে গেছে নথি— জানালেন দমকলকর্মীরা
  • সোনারগাঁওয়ে টিস্যু কারখানার আগুন নিভেছে
  • শিক্ষার্থীদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে দমকল কর্মীরা

Most Read

1
আন্তর্জাতিক

ভারতের বিরুদ্ধে পাকিস্তান কেন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না

2
আন্তর্জাতিক

উত্তেজনা বাড়াতে চায় না ভারত, গোপন বার্তা, পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ

3
আন্তর্জাতিক

ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করলেন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা

4
অর্থনীতি

২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৩,৩০০ কোটি টাকার মুনাফা, ব্যাংকিং ইতিহাসের সর্বোচ্চ

5
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলার একদিন পর এখন বিজেপি বলছে, ‘কেউ যুদ্ধ চায় না’

6
আন্তর্জাতিক

ভারতের রাফাল ভূপাতিত করেছে চীনের তৈরি জে-১০সি, দাবি পাকিস্তানের

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab