হাইটেক পার্কে বিনিয়োগকারীরা পার্কের ভেতরেই সব সেবা পাবে: পলক

হাইটেক পার্কে যারা বিনিয়োগ করবে, তাদের সরকারি কোনো সেবা বা লাইসেন্স গ্রহণের জন্য হাইটেক পার্ক কর্তৃপক্ষের বাইরে কোথাও যাতে না ঘুরতে হয়, সেটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পলক বলেন, 'সরকারি কর্মকর্তাবৃন্দ, 'হাইটেক পার্ক অথরিটির প্রতিনিধিবৃন্দসহ আমরা সেবা প্রদানকারী এবং উদ্যোক্তা-বিনিয়োগকারীরা সেবা গ্রহণকারী। উদ্যোক্তা-বিনিয়োগকারীরা আমাদের সেবা গ্রহণ করতে এসেছেন। আমাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট হলে তারা হাইটেক পার্কে বিনিয়োগ করবেন। আর তারা বিনিয়োগ করে সফল হলে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো পূরণ হবে।'
প্রতিমন্ত্রী জানান, কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৮২টি প্রতিষ্ঠান জমি বরাদ্দ পেয়েছে। ২২টি প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম শুরু করেছে। আরও প্রায় পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে যারা উৎপাদনের লক্ষ্যে সব কার্যক্রম সম্পন্ন করেছে।
২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে মোট ১ হাজার ৭০ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।
শর্ত ভাঙায় তিনটি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। চুক্তি বাতিল হওয়া কোম্পানিগুলো হলো: টাইক্কোন সিস্টেমস লিমিটেড, ডাটা সফট ও মেট্রোনেট। এগুলোর পরিবর্তে কনা সফট, মা এন্টারপ্রাইজ ও মুমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজকে পার্কের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
আগে পলক বঙ্গবন্ধু হাইটেক সিটির স্মার্ট ল্যাপটপ অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, এটিএম, সিআরএম, পিওএস এবং সিডিএম মেশিনস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অবস্থিত ড্যাফোডিল কম্পিউটার অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, ফেয়ার টেকনোলজি লিমিটেড-এর হুন্দাই গাড়ি উৎপাদন কারখানা এবং বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড-এর কার্যক্রম পরিদর্শন করেন।
পরে তিনি গাজীপুরের চন্দ্রায় পিসিবি, মোবাইল প্রোডাকশন ও ল্যাপটপ প্রজেক্ট পরিদর্শন এবং এসএসডি প্রোডাক্ট ও স্মার্টফোনের নতুন মডেলের উদ্বোধন, এবং নাসার গ্লি মিশনের জন্য বাংলাদেশে প্রস্তুতকৃত প্রথম স্যাটেলাইটের সিমুলেশন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্প্রসারণ সরজমিনে পরিদর্শন করেন।