হাইকোর্টে গেলে মনোনয়ন ফিরে পাবো: হিরো আলম

মনোনয়ন ফিরে পাওয়ার জন্য প্রয়োজনে হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন আশারাফুল হোসেন আলম (ওরফে হিরো আলম)। সেক্ষেত্রে হাইকোর্টে গেলে তিনি তার প্রার্থীতা ফিরে পাবেন বলেও আশাবাদী তিনি।
আজ (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে যান হিরো আলম। এই সময় কমিশন ভবনে প্রবেশের পূর্বে গণমাধ্যমকে এমন মন্তব্য করে তিনি।
হিরো আলম বলেন, "আপানার জানেন প্রতিবার কমিশন থেকে মনোনয়ন বাতিলের পর তা হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি। এবার তাই করবো।"
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র তুলেছিলেন হিরো আলম। তবে ভুলভাবে মনোনয়নপত্র পূরণ করে জমা দেওয়ায় তার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
হিরো আলম বলেন, "আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন আপিলের পর আমার মনোনয়নপত্র গ্রহণ করবেন। কেননা আমি বেশ ছোটখাটো ভুল করেছি।"
নির্বাচনে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন-এ বিষয়ে হিরো আলম বলেন, "আমি সবসময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। এবারও চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবো।"
অন্যদিকে বগুড়া জেলার ডেপুটি কমিশনার ও জেলার রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেন, "দলীয় মনোনীত প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম। ফর্মে তার দলের নাম বলার কথা ছিল, কিন্তু তিনি লিখেছেন 'প্রযোজ্য নয়'।"
একইসাথে হিরো আলম রাজনৈতিক দলের যে নমিনেশন পেয়েছেন, সেটির মূল কপি না দিয়ে ফটোকপি জমা দিয়েছেন বলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রিটার্নিং অফিসার বলেন, "আপনি যদি একজন স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে আপনাকে প্রার্থী হিসেবে সমর্থনকারী নির্বাচনী এলাকার ১ ভাগ ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে। তিনি তাও করেননি। এখানেও আইন লঙ্ঘন করা হয়েছে।"
রিটার্নিং অফিসার আরও বলেন, "হিরো আলম তার সম্পদের বিবরণীসহ হলফনামাও জমা দেননি। তাছাড়া, এমনকি হলফনামা নোটারি করা হয়েছে। তিনি তাতে স্বাক্ষর করেননি।"
গত ৩ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের দিন সাইফুল ইসলাম বলেন, "হিরো আলমের মনোনয়ন বাতিল হয়েছে। তবে তিনি চাইলে আমার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। সেক্ষেত্রে আগামীকাল বিকেল ৪টার পর তিনি আমাদের রায়ের অনুলিপি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।"
মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেছিলেন, "(আমার মনোনয়ন বাতিল) এটা প্রতি বছরই ঘটে। (তাই, এটা) কোন ব্যাপার না।"