গাজায় যুদ্ধবিরতি ছাড়া আর কোনো বন্দীকে মুক্তি নয়: হামাস

গাজায় যুদ্ধবিরতি ছাড়া আর কোনো বন্দীকে মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হামাস৷ গতকাল (শনিবার) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান সংগঠনটির ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি।
অরৌরি জানান, হামাসের হাতে এখনও বন্দী থাকা জিম্মিরা ইসরায়েলি সৈন্য। আর বেসামরিক লোক যারা রয়েছে তারা আগে ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করেছিল।
সকল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে এবং ফের যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরায়েলি এসব বন্দীদের মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন তিনি।
আরৌরি বলেন, "যুদ্ধ আপন গতিতে চলতে থাকুক। আমাদের এই সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা এটা নিয়ে আর আপস করব না।"
গাজা উপত্যকায় শুক্রবার সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর প্রথম দিনেই ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫৮৯ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আর গতকাল (শনিবার) ইসরায়েল জানিয়েছে, তারা হামাসের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় গাজায় কোন ত্রাণবাহী গাড়ি বা জ্বালানীবাহী ট্রাক প্রবেশ করেনি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ইউএনওসিএইচএ) জানিয়েছে, ইসরায়েল আবারও হামলা শুরু করায় আহতদের মিশরে সরিয়ে নেওয়া স্থগিত করা হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বোমাবর্ষণ এবং স্থল অভিযানের ফলে গাজার ২ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দার তিন-চতুর্থাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। খাদ্য, পানি এবং অন্যান্য সরবরাহের ব্যাপক ঘাটতির কারণে সেখানে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।