অবরোধের তৃতীয় দিন: উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে আজ (২ নভেম্বর) রাজধানীর উত্তরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উত্তরার আজমপুর এলাকার উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর তিনদিনের টানা অবরোধের শেষদিন আজ। অবরোধ ডেকেছে জামায়াতও। গত দুদিন দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।