খালেদা জিয়াকে চিকিৎসা দিতে ঢাকায় আসছেন তিন মার্কিন চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে আগামীকাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের এই চিকিৎসকদের আসার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যে তিন চিকিৎসক আসবেন, তারা হলেন: ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন।
গত আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর ভোরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। প্রায় আট ঘণ্টা সিসিইউতে রাখার পর আবার তাকে কেবিনে নেওয়া হয়েছে।