ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কি না ভাবতে হবে: মির্জা আব্বাস

ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কি না ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, 'ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কি না সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমরা মানে বিএনপিকে বোঝাচ্ছি না।'
আজ (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগের স্লোগান ছিল আওয়ামীদের ভীতিকর, এখনকার স্লোগান দেশপ্রেমিকদের। সিনিয়র নেতারা আমাকে বলেছেন একটু সামাল দিয়ে কথা বলতে। যেন সংস্কারের বিপক্ষে কথা না বলি। আমি বলি, আমি তো দেশের পক্ষের সংস্কারের পক্ষে।'
তিনি আরও বলেন, 'প্রতিটি দলই কিন্তু ১০০ শতাংশ সংস্কার মানেনি। দলগুলো ৩০ শতাংশ, বিশ শতাংশ সংস্কার মেনেছেন। আবার কোনো কোনো দল তো নির্বাচনই চাচ্ছে না। কিছু কিছু ছেলে বলে আমরা ১৭ বছর কী করেছি। আমরা বলি গাছের গোড়ায় ১৭ বছর পানি দিয়ে দিয়ে নরম করে রেখেছি। আর আপনারা গাছের মাথায় বসে বসে ফল খেয়েছেন।'
মির্জা আব্বাস বলেন, 'ক্রেডিট নিতে যাবেন না। ক্রেডিট নিতে গিয়ে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। '
তিনি বলেন, 'মানবিক করিডোর দিতে গিয়ে অনেক দেশ ধ্বংসের মুখোমুখি। আফগানস্তানে মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তানের অবস্থা খারাপ হয়েছে। আমাদের কোনো প্রয়োজন নেই। যে করিডোরে আমাদের ক্ষতি হবে, উপকার হবে না সেটা আমাদের দরকার নেই। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে এমন সিদ্ধান্ত নিতে গেলে জনগণ প্রতিরোধ করবে।'