৩-৪ আগস্ট মানববন্ধন কর্মসূচির জন্য ডিএমপির অনুমতি চেয়েছে বিএনপি

বৃহস্পতিবার ও শুক্রবার (৩ ও ৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে বিএনপি।
ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন কর্মসূচির জন্য বিএনপি একটি আবেদন জমা দিয়েছে।
তিনি বলেন, ডিএমপি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে এবং আমরা তাদের আপডেট জানাব।
ডিএমপি এর আগে দণ্ডিত ব্যক্তির বক্তব্যে নিষেধাজ্ঞাসহ ২৬ শর্ত আরোপ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়।
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নির্বাচনকালীন সরকারের দাবিতে একের পর এক সমাবেশ করেছে বিএনপি। অবস্থান কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছে দাবি করে বিক্ষোভও করেছে।
১২ জুলাই, বিএনপি তার নয়াপল্টন কার্যালয়ের সামনে একটি সমাবেশ করেছিল। সেই সময় তারা দাবি করে যে, সমাবেশে যোগ দিতে রাজধানীর প্রবেশমুখে তাদের কয়েকশ নেতাকে হয়রানি করা হয়েছিল, এমনকি বিভিন্ন চেকপোস্টে আটকও করা হয়েছে।
২৯ জুলাই বিএনপির মহাসমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।