নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

আজকের (২৮ জুলাই) মহাসমাবেশকে সামনে রেখে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের জড়ো হচ্ছেন। সরকারের পদত্যাগের স্লোগান দিতে দেখা যায় তাদের।
ইতোমধ্যে নাইটিঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত নেতাকর্মীর ভিড়ে রাস্তার দুইপাশ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার জুমার নামাজের পর সমাবেশ শুরু করবে দলটি।
এদিকে, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, পুরানা পল্টন, মতিঝিলসহ ঢাকার বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
২২ জুলাইয়ের তারুণ্য সমাবেশে আজকের এই মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। বৃহস্পতিবার (২৭ জুলাই) সমাবেশটি হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সাপ্তাহিক কার্যদিবসে দলটিকে সড়কে সমাবেশ করার অনুমতি দেয়নি।
অনেক অনিশ্চয়তা ও নাটকীয়তার পর শুক্রবার নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পায় বিরোধী দল বিএনপি।
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগও আজ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 'শান্তি সমাবেশ' করবে।
বিকেল ৩টায় আওয়ামী লীগের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।