৫-৬ আগস্ট সারাদেশে বিজয় র্যালি করবে বিএনপি
দলটি জানিয়েছে, আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট (বুধবার) সব জেলা ও মহানগরে এ র্যালি অনুষ্ঠিত হবে।

ফাইল ছবি: সংগৃহীত
জুলাইয়ের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় বিএনপি।
দলটি জানিয়েছে, আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট (বুধবার) সব জেলা ও মহানগরে এ র্যালি অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকায় ৬ আগস্ট (বুধবার) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হবে।