ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৯২ জন

বাংলাদেশে বুধবার (১৯ জুলাই) একদিনে ডেঙ্গুজ্বরে সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন। একই সময়ে ১,৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে মোট ১৪৬ জন ডেঙ্গুরোগী মারা গেছেন। আর ২৫ হাজার ৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন শনাক্ত হওয়া ডেঙ্গুরোগীর মধ্যে ৯২২ জন ঢাকা শহরে এবং বাকিরা দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন।
এ বছর দেশের বিভিন্ন হাসপাতাল থেকে এ পর্যন্ত ২০ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ শেষে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় তিন হাজার ৩৭০ জনসহ সারাদেশে মোট পাঁচ হাজার ৫৫২ জন ডেঙ্গুরোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
দেশে ২০২২ সালে রেকর্ডসংখ্যক ২৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুরোগী মারা গিয়েছিলেন।
এছাড়া গত বছর ৬২ হাজার ৪২৩ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা জানা যায়। এর মধ্যে ৬১ হাজার ৯৭১ জন সুস্থ হন।