চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণে ৪০ কোটি ডলার দেবে এডিবি

দেশে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন সম্প্রসারণে চট্টগ্রাম-কক্সবাজার ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য সরকারের সাথে ৪০ কোটি ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং স্ব স্ব পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।
এই সহায়তা সাসেক চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের জন্য এডিবির ১৫০ কোটি ডলার ঋণের তৃতীয় অংশ। এই ঋণ চট্টগ্রাম থেকে কক্সবাজারের মধ্যে ১০২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করতে সহায়তা করবে।
জিয়াংবো নিং বলেন, 'এডিবি সরকারকে সড়ক থেকে রেলে স্থানান্তর করতে সহায়তা করছে, যা একটি জলবায়ু-বান্ধব, নিরাপদ, সাশ্রয়ী মূল্যের এবং কার্যকর পরিবহন ব্যবস্থা।
তিনি আরো, এটি একটি অগ্রাধিকারমূলক প্রকল্প। এর সাহায্যে বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন উন্নয়নের মাধ্যমে কক্সবাজার অঞ্চলের অপ্রচলিত এলাকাগুলোর সাথেও মানুষ পরিচিত হবে। বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্যও সহায়ক হবে রেলপথ।
রেলপথটি ২০২৩ সালের মধ্যে উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে ২০২৪ সালের মধ্যে প্রতিবছর ২৯ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং রেলওয়ে মাস্টার প্ল্যানের অধীনে বাংলাদেশকে তার লক্ষ্য পূরণে সহায়তা করার জন্য এই রেলপথ এডিবির কয়েকটি রেলওয়ে প্রকল্পের একটি।
জাতিসংঘের উদ্যোগে গঠিত ট্রান্স-এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের অংশ এই চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। এশিয়া ও ইউরোপের মধ্যে রেলপথ স্থাপনের মাধ্যমে পর্যটন ও ব্যবসা সম্প্রসারণে এই উদ্যোগ নেয় জাতিসংঘ।