বিশেষজ্ঞ চিকিৎসকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাতে নিষেধ করল সেন্ট্রাল হাসপাতাল

রোগীদের আকৃষ্ট করতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে কোনো পোস্ট না করার জন্য ঢাকার সেন্ট্রাল হাসপাতালের কর্তৃপক্ষ তাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের অনুরোধ করেছে।
এই চর্চাকে অনৈতিক এবং মেডিকেল এথিকসের পরিপন্থী উল্লেখ করে হাসপাতালটি রবিবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, যদি কোনো চিকিৎসক বা তাদের নিয়োগকৃত ব্যক্তিদের এই ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'হাসপাতালের সব বিশেষজ্ঞ চিকিৎসকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজেদের প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস ও পোস্ট করে রোগী বা অভিভাবকদের আকর্ষণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এটা সম্পূর্ণ অনৈতিক ও মেডিক্যাল এথিক্সের পরিপন্থী।'
একজন সিজারিয়ান রোগীর মৃত্যুর পরে সেন্ট্রাল হাসপাতাল এই পদক্ষেপ নিল। ওই রোগী সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার বিভিন্ন পোস্ট দেখার পর তার অধীনে সন্তান প্রসবের জন্য ভর্তি হয়েছিলেন।
সেন্ট্রাল হাসপাতালে 'ভুল চিকিৎসায়' নবজাতকের মৃত্যুর পর লাইফ সাপোর্টে থাকা প্রসূতি মাহবুবা রহমান আঁখিও মারা গেছেন। রবিবার (১৮ জুন) দুপুরে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।