৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল, দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি অপরিবর্তিত থাকছে

আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি নিয়ে ঢাকায় গণমিছিল করার জন্য নতুন তারিখ ঘোষণা করেছে বিএনপি। ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করবে দলটি।
এর আগে বিএনপি ২৪ ডিসেম্বরকে এই গণমিছিলের দিন হিসেবে ধার্য করে। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল একইদিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় দিন বদলেছে বিএনপি।
তবে দেশের অন্যান্য প্রান্তে বিএনপির গণমিছিল পূর্বনির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।
১০ ডিসেম্বর জনসভায় বিএনপি ঢাকাসহ দেশের সব জেলা শহরে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে।
এ ঘোষণার পরই বিএনপিকে তাদের গণমিছিলের তারিখ পরিবর্তন করতে আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোনোধরনের সংঘাত এড়াতে এ আহ্বান করেন তিনি।