সরকার পতনের দাবিতে শুক্র ও শনিবার বিএনপির কালো পতাকা মিছিল

সরকার পতনের একদফা দাবিতে শুক্রবার (২৫ আগস্ট) ও শনিবার (২৬ আগস্ট) কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "শুক্রবার দলের ঢাকা উত্তর ও দক্ষিণ শাখা কালো পতাকা নিয়ে মিছিল করবে; শনিবার দেশের সব বড় শহরে একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।"
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
একযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।
রিজভী বলেন, "আমাদের একদফা দাবি তুলে ধরতে আমরা এই কর্মসূচি পালন করব।"