ঢাকার প্রবেশমুখে ৮টি সমাবেশের ঘোষণা বিএনপির

সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার প্রবেশমুখে ৮টি সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করা হবে।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি মোট ১৬টি রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। তারমধ্যে ঢাকায় ১১টি (যার ৮টি ঢাকার প্রবেশমুখে) এবং ঢাকার বাইরে ৫টি রোডমার্চ হবে।
বিএনপি সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর ঢাকার কেরানিগঞ্জ ও গাজীপুরে সমাবেশ করবে বিএনপি। ২২ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবীদের সমাবেশ, ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগরে যাত্রাবাড়ি ও উত্তরায় সমাবেশ, ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরে নয়াবাজার ও ঢাকা জেলায় আমিনবাজারে সমাবেশ করবে। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরে গাবতলী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবে বিএনপি। এছাড়াও ২৯ সেপ্টেম্বরে মহিলা দল ও ৩০ সেপ্টেম্বর কৃষক-শ্রমিক দল ঢাকায় সমাবেশ করবে।
বিএনপি সূত্র জানায়, এছাড়াও ঢাকার বাইরে ৫টি রোডমার্চ করবে দলটি। ২১ সেপ্টেম্বরে ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রোডমার্চ। ২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী রোডমার্চ। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ। ১ অক্টোবর ময়মনসিংহ-নেত্রকোনা-কিশোরগঞ্জ রোডমার্চ। ৩ অক্টোবর কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম রোডমার্চ করবে বিএনপি।
এসব সমাবেশ ও রোডমার্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা নেতৃত্ব দেবেন বলে বিএনপি সূত্রে জানা যায়।
এছাড়াও পাশাপাশি সারাদেশে আইনজীবীদের আলাদা কর্মসূচি অব্যাহত থাকবে।