বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, "আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এদিন সিপাহি–জনতার বিপ্লবের মাধ্যমে গৃহবন্দী জিয়াউর রহমান মুক্তি পান। সিপাহি ও জনতা মিলে তাকে মুক্ত করেন। দিনটি আমাদের কাছে এবং জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ বছর দিবসটির ৫০ বছর পূর্তি হচ্ছে।"
যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচির মধ্যে রয়েছে—
১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
২। সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৩। একই দিন বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হবে। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়েও র্যালি অনুষ্ঠিত হবে।
৪। দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্ব-স্ব উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে—
- ৫ নভেম্বর: শ্রমিক দলের আলোচনা সভা
- ৭-৮ নভেম্বর: টিএসসিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী ও ৮ নভেম্বর আলোচনা সভা
- ৯ নভেম্বর: ওলামা দলের এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- ১০ নভেম্বর: তাঁতী দলের আলোচনা সভা
- ১১ নভেম্বর: কৃষক দলের আলোচনা সভা
- ১৩ নভেম্বর: সন্ধ্যায় শহীদ মিনারে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান
৫। ১২ নভেম্বর বুধবার বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৬। ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিএনপির ইতিহাস ও আন্দোলন নিয়ে ভিডিও, স্থিরচিত্রসহ ডকুমেন্টারি সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, অনলাইন ও ইলেকট্রনিক–প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা হবে।
৭। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
