দুর্নীতির মামলায় জামিন পেলেন হাজী সেলিম

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে, ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করারও অনুমতি দেওয়া হয়েছে হাজী মোহাম্মদ সেলিমকে।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে।
হাজী সেলিমের জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আহমেদ রাজা এবং দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
হাজীর আইনজীবী জানান, আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে। হাজী সেলিমের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে কোনো বাধা নেই বলে গণমাধ্যমকে জানান তিনি।
এর আগে ৬ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারাগারে চিকিৎসার জন্য হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল ঢাকার একটি আদালত তাকে ১৩ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন সেলিম।
২০১১ সালে আদালত তার সাজা বাতিল করলেও দুদক ওই রায়ের বিরুদ্ধে আপিল করে।