ফরিদপুর-২ আসনে উপনির্বাচন শনিবার

ফরিদপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব আকবর লাবু চৌধুরীর একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জয়নুল আবেদীন বকুল মিয়া।
নির্বাচনে আওয়ামী লীগের মোট ছয়জন নেতা মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন পান সাজেদার ছোট ছেলে শাহদাব।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট হবে।
উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে এই নির্বাচনও পর্যবেক্ষণ করবেন।
ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন। নির্বাচনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।
প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।