জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার চায় ১৭ রাজনৈতিক দল: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ১৭ রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, 'নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যে সভা করেছে, আমাদের কর্মকর্তারা সেগুলি লিপিবদ্ধ করেছেন। এগুলোর ভিডিও ক্লিপও আছে। আমরা দলগুলোর লিখিত বক্তব্য এবং ভিডিও ক্লিপের ভিত্তিতে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি'।
তিনি আরও দাবি করেন, কমিশন নিশ্চিত হয়েছে যে ইভিএমে কারচুপি করা যায় না। 'অনেকেই (রাজনৈতিক দল) বলেছে, যদি কারচুপি করা না যায়, তবেই ইভিএম চায় তারা'। কাজেই সে হিসাবে আমরা দেখেছি মোট ১৭টি দল ইভিএম চায়।
রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের সংলাপের সব সভার ভিডিও ক্লিপ কমিশনের কাছে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা তাদের বক্তব্য ও ফুটেজ তিনবার মিলিয়ে দেখেছি, এবং তাদের মত অনুসারে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেই।
গত জুলাইয়ে দেশের মোট ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে নিবন্ধিত ২৮ দলের সাথে সংলাপে অংশ নেয় ইসি। বিএনপি ও তার জোটের দলগুলিসহ ৯টি দল এই সংলাপ বর্জন করে। অংশ নেয়নি আরও দুইটি দল।
এর আগে গত শনিবার (১৭ সেপ্টেম্বর) কিছু বিশেষজ্ঞ মত দেন যে, ইভিএম ব্যবহার নিরাপদ এবং এতে কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করা যায় না।