সাতক্ষীরায় তক্ষক উদ্ধার করে অবমুক্ত

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে তক্ষকটি উদ্ধার করা হয়।
তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন জানান, সকালে থানাতে সংবাদ আসে বাক্সের মধ্যে একটি তক্ষক পরিত্যক্ত অবস্থায় শাকদাহ এলাকায় পড়ে আছে। তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির তক্ষকটি উদ্ধার করে।
পরবর্তীতে দুপুর ২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বন কর্মকর্তার উপস্থিতিতে থানা চত্ত্বরে প্রাণীটি অবমুক্ত করা হয়েছে।
তালা উপজেলা বন কর্মকর্তা ইউনুস আলী জানান, উদ্ধারকৃত প্রাণীটি বিরল প্রজাতির। পাটকেলঘাটা থানার ভেতরে ফলজ বাগানে তক্ষকটি অবমুক্ত করা হয়েছে। তবে প্রাণীটি পাচার হচ্ছিলো এমন সত্যতা এখনো পাওয়া যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, তক্ষকটি উদ্ধার করার পরে থানাতে যেয়ে দেখেছি। বিষয়টি আমার দপ্তরের না হওয়ায় তাৎক্ষণিকভাবে বন কর্মকর্তাকে জানানো হয়েছিল।