‘কু’ নামে কোনো বিভাগ নয়: নতুন বিভাগের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রী

বিভাগের নামকরণ নিয়ে নানা পক্ষের অনুরোধের মধ্যেও নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, দেশের প্রস্তাবিত নতুন দুটি বিভাগের নাম রাখা হবে পদ্মা ও মেঘনা নদীর নামে।
বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এ মতামৎ জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
তখন প্রধানমন্ত্রী বলেন, "বিভাগের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি। একটা পদ্মা একটা মেঘনা। এই দুই নামে দুইটা বিভাগ করতে চাই।"
এসময় বাহার বলেন, "আপা, কুমিল্লা নামে আপা"
প্রধানমন্ত্রী বলেন, "কু নামে দেবো না"
বাহার বলেন, "না আপা, কুমিল্লা নামে আপা"
প্রধানমন্ত্রী তখন জোর দিয়েই বলেন, "আমি কুমিল্লা নামে দেবো না। কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোশতাকের (খন্দকার মোশতাক আহমেদ) নাম জড়িত। সেজন্য আমি দেবো না।"
বাহার বলেন, "আপা, মোশতাকের কুমিল্লা না, কুমিল্লা ধীরেন্দ্রনাথের…"
প্রধানমন্ত্রী বলেন, "নো, না আমি দেবো না তো বললাম।"
বাহার বলেন, "কোনো কুলাঙ্গারের নামে দেশের পরিচয় হয় না আপা। বাংলাদেশের পরিচয় বঙ্গবন্ধুর ওপর, মোনায়েম খানের ওপর না। বঙ্গবন্ধুকেই চেনে সারা বিশ্ব। বাংলাদেশ চিনত না। বলত, শেখ মুজিবের দেশ।
এসময় বাহারকে থামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "তাহলে তুমি বলো, কুমিল্লা নাম হবে কেন? চাঁদপুর বলে আমার নাম হবে, নোয়াখালী বলবে আমাদের নাম…নোয়াখালী সব থেকে পুরনো একটা… কুমিল্লা তো ত্রিপুরার একটা ভগ্নাংশ।"
বাহার বলেন, "আপা এতোগুলা বিভাগ দিয়েছেন কোনো সমস্যা হয় নাই।"
শেখ হাসিনা তখন বলেন, "আমি ফরিদপুর বিভাগ করবো পদ্মা নামে। ফরিদপুর নামও দিচ্ছি না। সেটার নাম হবে পদ্মা আর কুমিল্লা বিভাগ দেবো মেঘনা নামে। কারণ পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা। এই স্লোগান দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে।"
বাহার তখন বলেন, "আপা আমাদের কুমিল্লার সব মানুষ কুমিল্লার নামে চায়।"
শেখ হাসিনা বলেন, "এ (কুমিল্লা) নামে অন্য জেলাগুলো আসতে চায় না।"
বাহার তখন উত্তেজিত হয়েই প্রশ্ন করেন, "কেনো আসবে না আপা, কেনো আসবে না?"
প্রধানমন্ত্রী তখন বলেন, "আমরা চেষ্টা করেছি তো, নোয়াখালী আসবে না, ফেনী আসবে না, চাঁদপুর আসবে না, লক্ষীপুর আসবে না, ব্রাহ্মণবাড়িয়া আসবে না।
বাহার বলেন, "আপা আপনি সিলেটে কি জিজ্ঞেস করে দিছেন, হবিগঞ্জ যাবে কিনা?
শেখ হাসিনা বলেন, "হ্যাঁ জিজ্ঞেস করে দিছি।"
বাহার তখন বলেন, "আপনি সিলেট দিছেন সবাই আসছে।"
একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, "আচ্ছা তুমি সবার কাছ থেকে লিখিত নিয়ে আস। তোমাকে দায়িত্ব দিলাম, সবার কাছ থেকে মানিয়ে নিয়ে আস, যাও।'
বাহার বলেন, 'আপা, আপনি দিলেই মানবে। আপনি মুখ দিয়ে বললেই হয়ে যাবে, আপা।'
আরও কিছুক্ষণ ধরে কুমিল্লা নামেই বিভাগ করতে অনুনয় চালিয়ে যান সংসদ সদস্য বাহার।
শেষে প্রধানমন্ত্রী বলেন, "যদি বিভাগ চাও, আমি মেঘনা নামেই করে দিতে পারি।"
বাহার তবুও বলেন, 'করজোরে অনুরোধ আপা।'
প্রধানমন্ত্রী বলেন, 'মেঘনা পার হয়েই তো যেতে হয় কুমিল্লা। আর পদ্মা পার হলেই তো ফরিদপুর।'
বাহার আবার বলেন, 'আপা, আমরা আপা হিসেবেই চাই। প্রধানমন্ত্রী না। আপা, আপনি আমাদের আপা, এই হিসেবেই চাই। বঙ্গবন্ধুকন্যা। বঙ্গবন্ধুকন্যা ফিরিয়ে দেবে না বাহারকে।'
বাহারের যুক্তিতর্ক, অনুরোধের এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, "অন্য জেলা থাকবে না। আমি বললাম তো।"