কুমিল্লায় ফসলি জমি থেকে আটক মেছো বিড়াল বনে ফেরার অপেক্ষায়

কুমিল্লার লালমাই উপজেলায় একটি মেছো বিড়াল উদ্ধার করেছে জেলার বন বিভাগ। আজ সোমবার বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর উত্তর পাড়া এলাকার স্থানীয় এক ব্যক্তির বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
উত্তর পাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার চালক নুরুন্নবী জানান, গতকাল রোববার বিকেলে তিনি বাড়ির পাশের ফসলি জমিতে ঘাস কাটছিলেন। হঠাৎ মেছো বিড়ালটিকে তিনি পাশ দিয়ে হেঁটে যেতে দেখেন। এ সময় বাঘ ভেবে তারা কয়েকজন ধাওয়া দিয়ে এটিকে আটক করেন। পরে লালন-পালনের জন্য প্রাণীটিকে নুরুন্নবী তার ভাই অলি উল্যার কাছে দেন।
মেছো বিড়ালটিকে একটি কবুতরের খাঁচায় বন্দী করে রাখেন অলী উল্যাহ। খবর পেয়ে বন বিভাগের লোকেরা তার বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে লালমাই উদ্ভিদ উদ্যানে নিয়ে যান। সুবিধাজনক সময়ে এটিকে সেখানে অবমুক্ত করা হবে।
অলি উল্যাহ বলেন, শখের বসে কবুতরসহ বিভিন্ন পাখি পালন করি। গ্রামবাসী মেছো বিড়ালটি ধরে আমার কাছে দিয়েছে। এটিকে নিয়মিত খাবার দিচ্ছি। সরকারি কোনো সংস্থা না নিলে অথবা আইনি বাধা না থাকলে মেছো বিড়ালটিকে স্থায়ীভাবে পালন করার কথা ভেবেছিলাম। কিন্তু বিড়ালটি বন বিভাগের লোকেরা নিয়ে গেছে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, একটি মেছো বাঘ জগতপুর গ্রামে খাঁচায় বন্দি আছে জানতে পেরে বন বিভাগের কর্মকর্তাদের জানাই। উদ্ধারের পর সুস্থতা সাপেক্ষে এটিকে বনে ছেড়ে হবে।