স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটার দায়ে চট্টগ্রামে গ্রেপ্তার ৯, মামলা দায়ের

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মেনে বেচাকেনার দায়ে ৯ জন আটক করেছে পুলিশ।
সোমবার নগরের রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আটককৃতরা সবাই ঈদের কেনাকাটা করছিলেন। তাদের মধ্যে ৪ জন বিক্রেতা ও ৫ জন ক্রেতা। এদের বিরুদ্ধে সংক্রমণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সোমবার কোতোয়ালীর বিভিন্ন মার্কেটে কেনাকাটার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন মার্কেটে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটার প্রমাণ পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ৯ জন ক্রেতা-বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের আসামি করে সংক্রমণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরো বলেন, আসামিরা এখন জেল হাজতে রয়েছেন। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ছাড়া করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে মার্কেটগুলোতে অভিযান অব্যাহত রয়েছে।