সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার হয়েছেন।
ধানমণ্ডির স্টার কাবাব রেস্তোরাঁ এলাকা থেকে সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশ সদস্যরা (ডিবি) তাকে গ্রেপ্তার করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
মমতাজ বেগম বাংলাদেশের একজন খ্যাতনামা লোকসংগীতশিল্পী। ২০০৯ সালে আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে সরব হন তিনি। ওই বছর দলটির মনোনয়নে সংরক্ষিত নারী আসন-২১ থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা দুই মেয়াদে তিনি মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে হেরে যান তিনি।
সংসদ সদস্য নির্বাচিত না হলেও দীর্ঘদিন ধরে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।