সরকার যে চুরি করেছে, তা প্রকাশ পেয়েছে ক্যাসিনোর মাধ্যমে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির বিষয়টি ক্যাসিনো অভিযানের মাধ্যমেই প্রকাশ পেয়েছে।
রোববার রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি এবং বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে দলটি।
সমাবেশে ফখরুল বলেন, “আপনারা যে চুরি করছেন, এই ক্যাসিনোর মাধ্যমে তা প্রকাশ হয়ে গেছে। ক্যাসিনো তো ক্যাসিনো, তার চেয়ে বড় কথা এই সরকার গত এক বছরে ২৭ হাজার কোটি পাচার করেছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে মির্জা ফখরুল বলেন, “পুরস্কার নিয়ে লাভ হবে না, মানুষের ভালোবাসা নেন। তা কাজ দিবে।”

বিএনপি নেতাকর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “ভোট ডাকাতি করে, চুরি করে, জনগণের আন্দোলন প্রতিরোধ করা যাবে না। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।”
সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।
এর আগে রাজশাহীর বিভাগীয় সমাবেশ স্থলে আসতে বিভিন্ন জেলা উপজেলার বিএনপির নেতাকর্মীদের পথে পথে বাধা দেয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। ‘বৃষ্টির’ কারণ দেখিয়ে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিকরা।