যুক্তরাজ্য ফেরতদের জন্য সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন

বিশ্বজুড়ে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে করোনাভাইরাসের নতুন বংশজ সংস্করণ। ইতোমধ্যেই, তা ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যসহ বেশকিছু দেশে। এই অবস্থায় আজ বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ সরকার যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশকোনা হজ ক্যাম্পে 'জিন এক্সপার্ট মেশিন অ্যান্ড মোবাইল ল্যাবরেটরি'র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান।
মন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পর যারা বাড়ি ফিরতে পারবেন, সেখানেও তাদেরকে সেলফ-কোয়ারেন্টিনে থাকতে হবে।
এছাড়াও, বিমানবন্দরে তাদের জন্য আলাদা লাইন এবং অন্যান্য স্বতন্ত্র ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইতোমধ্যেই, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তর যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইট প্রবেশ বন্ধের ব্যাপারে ভাবছে। শিগগিরই এব্যাপারে নেওয়া সিদ্ধান্ত ঘোষণা করা হবে, বলে উল্লেখ করেন জাহিদ মালেক।
কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন, জীবাণু সংক্রমণ এবং মৃত্যু হার কিছুদিন আগে বেশি থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
মোবাইল ল্যাবরেটরির উদ্বোধনকালে মন্ত্রী জানান, ভ্রাম্যমান এ পরীক্ষাগার দ্বিতীয় স্তরের জৈব সুরক্ষা সম্পন্ন এবং অচিরেই আরও দুটি ল্যাব আনা হচ্ছে। এমন ল্যাবে দৈনিক এক হাজারের বেশি করোনা টেস্ট করা সম্ভব বলেও তিনি জানিয়েছেন।
ল্যাবে আরটি পিসিআর-সহ, জিন এক্সপার্ট মেশিন এবং অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা যুক্ত আছে। তবে আপাতত হজ ক্যাম্পে অবস্থান করা বিদ্বেষ ফেরত যাত্রীদের পরীক্ষার জন্যেই এটি কাজ করবে।