ময়মনসিংহে গোডাউনে আগুন, নিহত ১

ময়মনসিংহ নগরীর আমপট্টিতে একটি ককশিটের গুদামে আগুন লেগেছে। এ ঘটনায় সুমন দাস (২৫) নামে এক কর্মচারী মারা গেছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমণি শর্মা।
নিহত সুমন দাস ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার সন্তোষ দাসের ছেলে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম।
মাহমুদুল ইসলাম আরও জানান, সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে।