মোদির উপহার ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষ্যে ঢাকা সফরকালে বাংলাদেশকে যে ১০৯ টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেগুলোর মধ্যে ৩০ টি অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, ৩০টি অ্যাম্বুলেন্স বর্তমানে পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থল বন্দর শুল্ক চেকপোস্ট থেকে ছাড়পত্র পাওয়ার পর এগুলো শীঘ্রই ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে কোভিড মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে এ অ্যাম্বুলেন্সগুলো উপহারের ঘোষণা দেন নরেন্দ্র মোদি।