মেঘনায় ট্রলারডুবি, শ্রমিকের মৃত্যু

ভোলার মেঘনা নদীতে ট্রলার ডুবে রফিকুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রফিকুল জেলার বোরহানউদ্দিনের হাসান নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ভোলার ইলিশায় আসার পথে মেঘনা নদীতে বুধবার সকালে ট্রলার উল্টে এ দুর্ঘটনা ঘটে। ঘুর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই উত্তাল ছিল মেঘনা।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, বিকেলে লাশ বাড়িতে আনার পর পুলিশ খবর পায়। তবে সকালে ট্রলার উল্টে গেলেও কখন তার লাশ উদ্ধার করা হয় তা এখন পর্যন্ত জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রফিকুল চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।