ঘূর্ণিঝড় আম্পান: চট্টগ্রামে জোয়ারে ভেসে যাওয়া তরুণের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় আম্পানে সৃষ্ট জোয়ারের পানিতে ভেসে যাওয়া এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত সালাউদ্দিন (১৮) সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হোনাজির বাড়ির আবুল কাশেমের ছেলে। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে প্রবল জোয়ারের পানিতে ভেসে যান তিনি।
সন্দ্বীপ থানার পরিদর্শক মো. সোলায়মান বলেন, জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে এক তরুণের মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। পরে খবর দিলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
স্থানীয় সংবাদকর্মী অপু ইব্রাহিম বলেন, সালাউদ্দিন মাঠে ঘাস কাটছিলেন। এ সময় জোয়ারের পানিতে তিনি তলিয়ে যান। স্রোতের গতি বেশি থাকায় তাকে তাৎক্ষণিক উদ্ধার করা যায়নি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।