মঙ্গলবারের মধ্যে হল খুলে দেওয়ার দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘আল্টিমেটাম’

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে বন্ধ থাকা আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান। এর আগে গত শনিবার একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এবং উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময় আবাসিক হল বন্ধ রেখে এবং অনলাইন ক্লাসের রিভিউ ক্লাস না নিয়ে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। নতুন করে মেস বা বাসা ভাড়া নিতে হলের শিক্ষার্থীদের অর্থনৈতিক সংকট, নিরাপত্তাহীনতাসহ নানার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
আন্দোলনকারী শিক্ষার্থী সামিয়া আক্তার বলেন, 'ইতোমধ্যে অনেক শিক্ষার্থী সিলেটে চলে আসায় মেস বা বাসা নিতে সমস্যায় পড়তে হচ্ছে। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।'
আরেক শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, 'হল না খুলে শিক্ষা কার্যক্রম শুরু করা অমানবিক। এতে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়বেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ রকম সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে আন্দোলনে নেমেছি আমরা।'
তিনি আরও বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে হল খোলার সিদ্ধান্ত না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।'
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১ মার্চ থেকে স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের মধ্যে ৮টি বিভাগ ১ মার্চ থেকে পরীক্ষা শুরুর রুটিন প্রকাশ করেছে। এর আগে হল বন্ধ রেখেই গত ১৭ জানুয়ারি থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চের ১ তারিখ থেকে আমরা প্রতিটি বিভাগকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছি। বিভাগগুলো তাদের সুবিধামতো পরীক্ষা নিবে।'
পরীক্ষার আগে হল খুলতে শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, 'হল খোলা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আপাতত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। পরে সরকারের পক্ষ থেকে হল খোলার সিদ্ধান্ত নিলে আমরা হল খুলে দিব।'