বৃহস্পতিবার থেকে পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট চালু

১৫ জুলাই থেকে আট দিনের জন্য সমস্ত অভ্যন্তরীণ গন্তব্যে বিমান চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (সিএএবি) কর্তৃক জারি করা বিমান পরিবহন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে স্থানীয় রুটে স্থগিতকৃত সকল প্রতিষ্ঠানের সব ধরনের বিমান চলাচলের নিষেধাজ্ঞা ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত তুলে নেয়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল এয়ার অপারেটরের সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।
তবে মেডিকেল, মানবিক সাহায্য ও ত্রাণ কাজের এবং পণ্যবাহী বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
এদিকে, রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আরও দুটি অপারেশনাল প্রাইভেট ক্যারিয়ার- ইউএস-বাংলা এয়ারলাইন এবং নভোএয়ার ইতিমধ্যে নতুন ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে।
১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন চট্টগ্রামে পাঁচটি, কক্সবাজারে দুটি, সৈয়দপুরে সাতটি, যশোরে ছয়টি এবং সিলেট, বরিশাল ও রাজশাহীতে চারটি করে ফ্লাইট পরিচালনা করবে বলে বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন।
বিমান সংস্থার কর্মকর্তা বলেন, একই সময়ে নভোএয়ারের বিমান প্রতিদিন ছয়টি করে চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোর, চারটি করে বরিশাল, তিনটি সিলেট এবং দুটি কক্সবাজারে চলাচল করবে।