বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে যাত্রীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (১১ জুলাই) বিকাল ৪টা ২৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা থাকার কথা জানানো হয়। এতে বিমানবন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি (ফ্লাইট নম্বর: বিজি ৩৭৩) তখন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সিং করছিল। এমন সময় একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে উড়োজাহাজটিতে বোমা রয়েছে বলে কর্তৃপক্ষকে জানানো হয়।
এরপরেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) চেয়ারম্যানের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপন্ডার টিম হিসেবে বিমান বাহিনীর টাস্কফোর্স ও এভসেক দ্রুত উড়োজাহাজটির চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে।
পরে বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এবং এপিবিএন-এর ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে। এরপর র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলও তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের ভেতর ও যাত্রীদের লাগেজ পরীক্ষা শুরু করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে এনে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে।
বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।