বিডিনিউজ প্রধান সম্পাদকের জামিন চেম্বার আদালতে বহাল

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে দেওয়া হাইকোর্টের আগাম জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
হাইকোর্টের আগাম জামিন আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর আগামী ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেন বিচারপতি নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার জজ আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি করে বৃহস্পতিবার চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে, তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
এর আগে, গত ২৬ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় খালিদীকে আট সপ্তাহের আগাম জামিন দেন।
আইনজীবী খুরশীদ আলম খান বলেন, 'চেম্বার বিচারপতি জামিনের মেয়াদ জানতে চাইলে আমি বলেছি ২৬ অক্টোবর পর্যন্ত। কেন লিভটু আপিল করেছি এবং কেন দেরিতে আবেদন করেছি এ বিষয়ে বলেছি, আবেদনটি পরদিনই ফাইল করেছিলাম। কিন্তু আদেশের সত্যায়িত অনুলিপি পেতে দেরি হয়েছে। তখন বিচারপতি বলেছেন, ২১ সেপ্টেম্বর ফুলকোর্টে শুনবেন।'
গত ৩০ জুলাই এই মামলা দায়ের করে দুদক। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন।
ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন রেখেছেন। এর আগে গত ২৬ আগস্ট সে আবেদন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন দেন।
চলতি সপ্তাহে এ জামিন আদেশের সত্যায়িত অনুলিপি পাওয়ার পরই আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক; যেখানে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চাওয়া হয়েছে।