সাদাপাথর লুটের ঘটনায় দুদকের অনুসন্ধান শুরু

সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট ও আর্থিক দুর্নীতির ঘটনায় অন্তত ৪২ জন রাজনীতিক ও সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, অভিযানে প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদক সূত্র জানায়, মঙ্গলবার কমিশনের সভায় বিষয়টি আলোচনায় এলে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।
এর আগে দুদকের সিলেট কার্যালয়ের অভিযানে ৪২ জন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসে। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিতে পারে কমিশন।
জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির কিছু সদস্য। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ চক্রে জড়িত। পাশাপাশি প্রশাসনের নির্লিপ্ততা ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতার বিষয়ও উঠে এসেছে।
দুদকের মহাপরিচালক বলেন, "অনুসন্ধান পর্যায়ে অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"