বাংলাদেশ থেকে আমিরাতে প্রবেশে ৭ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ চারটি দেশ থেকে যাত্রী প্রবেশে ৭ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইতিহাদ এয়ারওয়েজের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়।
সেখানে বলা হয়েছে, ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা–এ চার দেশের কোন যাত্রী আমিরাতে প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
এছাড়া যারা গত ১৪ দিনের ভেতর দেশ চারটিতে ভ্রমণ করেছে তারাও নিষেধাজ্ঞা চলাকালীন সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে না বলে আবুধাবি-ভিত্তিক এয়ারলাইন সংস্থাটি জানায়।
তবে কূটনীতিক বা সংযুক্ত আরব আমিরাতের নাগরিক অথবা 'গোল্ডেন ভিসা' ধারী নাগরিকদের এ নিষেধাজ্ঞা হতে অব্যাহতি দেয়া হয়েছে। সেক্ষেত্রে তাদের কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর পরীক্ষা বিমান ভ্রমণের সর্বোচ্চ ৪৮ ঘন্টার ভিতর সম্পন্ন হওয়া লাগবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ১২ মে প্রথম দফায় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে যাত্রী এবং ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সংযুক্ত আরব আমিরাত।
তবে কার্গো পরিবহন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ছিল না।
গত সপ্তাহে আমিরাত জনায়, ভারত থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ৬ জুলাই পর্যন্ত।
সামগ্রিকভাবে, এ মূহুর্তে আমিরাতে ১০টি দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, ডিআর কঙ্গো এবং উগান্ডা।
প্রবেশ নিষেধাজ্ঞার ফলে অসংখ্য প্রবাসী কর্মজীবি তাদের নিজ নিজ দেশে আটকা পড়ে আছেন।