ফোর্বসের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম অবস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ জন নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস। এ তালিকায় ৩৯তম অবস্থানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের তালিকায় ২৯তম অবস্থানে ছিলেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 'চতুর্থবারের মতো এবং টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। তার চলমান লড়াই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।' বলা হয় ফোর্বসে।
গতকাল প্রকাশিত ফোর্বসের ১৭তম তালিকায় ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীরা স্থান পেয়েছেন। তাদের মধ্যে ১০জন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) আছেন ৩৮ জন এবং বিনোদন তারকা আছেন ৫ জন।
সাময়িকীটিতে বলা হয়েছে, 'তাদের মধ্যে বয়স, জাতীয়তা ও তাদের কাজের ধরণের পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা সকলেই নিজ নিজ জায়গা থেকে ২০২০ সালের চ্যালেঞ্জগুলো মোকাবেলার লক্ষ্যে কাজ করছেন।'
টানা দশম বারের মত ফোর্বসের এ তালিকার শীর্ষে আছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লেগার্ড। তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়াও মার্কিন রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরডেন, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের নামও আছে এ তালিকায়।