হাসিনাকে দেওয়া ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।
১৯৯৯ সালে শেখ হাসিনাকে আইনে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল। ইউনিভার্সিটির অনারারি কমিটি তার এ ডিগ্রি পুনর্বিবেচনা করছে। তার এই ডিগ্রি প্রত্যাহার করা হলে এটি হবে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ।
ইউনিভার্সিটির এক মুখপাত্র বলেছেন, 'এ ধরনের ডিগ্রি প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের সম্প্রতিক ইতিহাসে ঘটেনি এবং পদ্ধতিগত কোনো নজিরও নেই।'
এই ইউনিভার্সিটি সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহারের একটি স্পষ্ট ও বিস্তারিত প্রক্রিয়া তৈরি করছে। তারা আগে সেই কাজ শেষ করবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনাকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর কয়েকদিন পর অস্ট্রেলিয়ার শীর্ষ অস্ট্রেলিয়ার শীর্ষ এই ইউনিভার্সিটি এ সিদ্ধান্ত নিল।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের অক্টোবরে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন হাসিনা। তার বিরুদ্ধে হত্যা ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে চালানো অভিযানে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, কারফিউ বাস্তবায়নের অংশ হিসেবে সেনাবাহিনীকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিরও অনুরোধ করেছে।