পরিবেশের ক্ষতির শঙ্কায় চট্টগ্রামে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো বন্ধ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফায়ার সার্ভিস চট্টগ্রামের রাস্তায় ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো শুরু করলেও সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরের আন্দরকিল্লা এলাকায় পানি ছিটানো শুরু হয়। তবে ঘণ্টাখানেকের মধ্যে কার্যক্রম বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, হেড অফিসের নির্দেশে আমরা কার্যক্রম বন্ধ করে দিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের জানানো হয়েছে এটি পরিবেশের জন্য ক্ষতিকর। এছাড়া যেসব কর্মী পানি ছিটাচ্ছেন, তাদের শরীরের ক্ষতি হতে পারে। তাই কার্যক্রম শুরুর পর উর্ধ্বতন কর্তৃপক্ষ এটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্লিচিং পাউডার পানির সঙ্গে বিক্রিয়া করে হাইপোক্লোরাস এসিড ও ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এরপর হাইপোক্লোরাস এসিড ভেঙে জায়শান অক্সিজেন তৈরি করে জীবাণুকে ধ্বংস করে। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। জীবাণুর সঙ্গে অনেক প্রাণীও মারা যেতে পারে। এটি পরিবেশের জন্য ক্ষতি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম আবে বলেন, ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসেবে অনেকটা কার্যকর। তবে এটি ব্যবহার করলে অনেক ক্ষুদ্র প্রাণী মারা যাবে, যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজন। তাই এটি ব্যবহারে সতর্ক হতে হবে।
