নার্সসহ ৩৪ জনকে চাকরিচ্যুত, ইউএসটিসিতে ফের মানববন্ধন

চট্টগ্রামে ইউএসটিসি (ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ১৯ নার্সসহ মোট ৩৪ জনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন করেছে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।
মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর ফয়েস লেক এলাকাস্থ হাসপাতালের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় ৭০০ শ্রমিক অংশ নেয়।
গত ৮ এপ্রিল ১৯ জন নার্স এবং ১৫ জন আয়া ও পরিচ্ছন্নকর্মীকে চাকরিচ্যুত করে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানটি।
ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন, মটর শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, হুইলার মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম হাওলাদার, ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. সোলাইমান প্রমুখ।
ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মানিক মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই নিয়ম নীতির তোয়াক্কা না করে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ১৯ নার্সসহ মোট ৩৪ জনকে চাকুরিচ্যুত করে। আমরা সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকবার আন্দোলন কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি।
তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে দেশের চরম ক্রান্তিকালে হাসপাতাল কর্তৃপক্ষের এমন আচরণ অমানবিক। মঙ্গলবার কর্মসূচিতে অন্যান্য শ্রমিক সংগঠনের সদস্যরা সংহতি প্রকাশ করেছেন। চাকরিচ্যুতদের স্বপদে বহাল না করা হলে সামনে আরো কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।