নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে লকডাউনের মধ্যেই মানববন্ধন
নারায়নগঞ্জের দেওভোগ আদর্শনগর এলাকায় দিন-দুপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ব্যবসায়ী শরীফ হোসেনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে চলমান লকডাউনের মধ্যেই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
হত্যাকাণ্ডের পর এক মাস চার দিন পেরিয়ে গেলেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
সোমবার সকালে দেওভোগ আদর্শ নগর এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশ থেকে শরীফ হত্যার সাথে জড়িত অভিযোগে শাকিল এবং লালন নামে দুজনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন আদর্শনগর সমাজকল্যাণ সংসদের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভূইয়াসহ নিহত শরীফের বাবা আলাল মাতবর।
সভায় বক্তারা জানান,গত পহেলা এপ্রিল সন্ত্রাসী শাকিল ও লালন বাহিনী সদস্যরা প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী হোসেনকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ পাশের বাড়ির একটি সিসি টিভির ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভির ফুটেজ হত্যাকারীদের ছবি স্পষ্ট বুঝা গেলেও পুলিশ নানা অজুহাত তুলে হত্যাকারীদের আইনের আওতায় আনছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা অবিলম্বে শরীফ হোসেন হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা বলেন, প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে ব্যবসায়ী শরীফকে। নিহতের স্বজনদের অভিযোগ, হত্যাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। একারণে নিহতের পরিবার আতংকের মধ্যে বসবাস করছে।
নিহত শরীফ হোসেনের মা রহিমা বেগম বলেন, "আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে সন্ত্রাসী লালন -শাকিল সহ ১০-১২জন মিলে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করল । কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করছে না। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না।"
অবিলম্বে লালন ও শাকিলসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
