নারায়ণগঞ্জে আক্রান্ত পাঁচ হাজার ছাড়াল, মৃত্যু ১১৩

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো পাঁচ হাজার ২১ জন।
এছাড়া নতুন করে মারা গেছেন আরও তিনজন; ফলে মোট মৃত্যুর সংখ্যা উন্নীত হয় ১১৩ জনে।
আজ রোববার (২৮ জুন) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় (২৭ জুন সকাল ৮টা হতে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত) নারায়ণগঞ্জ জেলায় ৪৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলে এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৩৪২ জনের।
নতুন তথ্যানুযায়ী এলাকাভিত্তিক আক্রান্তের সংখ্যা; আড়াইহাজার উপজেলায় ৪৬৮, বন্দর উপজেলায় ১৭২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৭৫৪, রূপগঞ্জ উপজেলায় ৯৮৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৯৪ ও সোনারগাঁও উপজেলায় ৪৪৪ জন।
এলাকাভিত্তিক এযাবৎ প্রাণ হারিয়েছে - আড়াইহাজার উপজেলায় চার, বন্দর উপজেলায় তিন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬১, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৩ জন। পুরো জেলায় মোট ১১৩ জন।
এলাকাভিত্তিক সুস্থের সংখ্যা হলো; আড়াইহাজার উপজেলায় ৩১৫, বন্দর উপজেলায় ৬৬, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৬৫, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৫৯ ও সোনারগাঁও উপজেলায় ১৭৪ জন। পুরো জেলায় দুই হাজার ৪৭১ জন।