নারায়ণগঞ্জে স্থগিত হওয়া ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ত্রুটি ও অসংগতির কারণে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের শেষ পর্যায়ে শুরুতে স্থগিত হওয়া ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র পুনরায় যাচাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। এর ফলে জেলায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৩৬ থেকে বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে।
স্থগিত অবস্থা থেকে যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে তারা হলেন- নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হাফিজুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লা। এছাড়া নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জে এবার মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। দীর্ঘ যাচাই-বাছাই ও নথিপত্র পরীক্ষা শেষে সব মিলিয়ে ৪০ জন প্রার্থীকে বৈধ এবং ১৬ জনকে নির্বাচনের লড়াই থেকে বাদ (বাতিল) দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
